১। বিক্রয়, কবলা, দানপত্র, হেবা বিলএওয়াজ নামা, বিনিময়, না-দাবী সেটেলমেন্ট ইত্যাদি দলিলের সম্পত্তির মূল্যের উপর কম পক্ষে ১০০/- টাকা এবং সম্পত্তির মূল্য ৫,০০০/- টাকার অধিক হইলে ২% সরকারি ফি প্রদান।
২। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সম্পাদিত কোন বন্ধক নামা দলিল
ক) অনুর্ধ ৫ লক্ষ টাকা ১% কিন্তু ২০০/- ৫০০/- টাকা।
খ) ৫ লক্ষ টাকার উর্ধে ২০ লক্ষ টাকায় ২৫% কিন্তু ৫০০/- ২০০০/- টাকা।
গ) ২০ লক্ষ টাকা উর্ধে =০.১০% কিন্তু ৩,০০০/- - ৫,০০০/- টাকা।
তল্লাশ:
ক) প্রথম ১ বৎসরের ১০% পরিদর্শন ১ বৎসরের ৫%।
খ) নকল এন্ট্রি
বাংলা প্রতি ১০০ শব্দ ৩/- টাকা।
ইংরেজী প্রতি ১০০ শব্দ ৫/- টাকা।
নকলের দরখাস্তে ২০ টাকার কোর্ট ফি।
স্ট্যাম্প শুল্কের হার:
১। কবলা/দানপত্র/বিনিময়/৩% হারে।
২। বায়না চুক্তি ৩০০/- নির্ধারিত।
৩। হলফনামা ২০০/- টাকা নির্ধারিত।
৪। ভ্রম সংশোধন ২০০/- নির্ধারিত।
৫। ওয়াকফ ২% টাকা।
৬। নিরুপন দলিল ২% টাকা নির্ধারিত।
বন্ধকী:
ক) ২০ (বিশ) লক্ষ টাকা পর্যন্ত ২,০০০/- ( দুই হাজার টাকা)।
খ) ২০ (বিশ) লক্ষ টাকার অধিক কিন্তু এককোটি টাকার অধিক নয় ৫,০০০/- ( পাঁচ হাজার ) টাকা।
গ) ০১ ( এক ) কুটি টাকার উর্দ্ধে প্রথম ০১ (এক) কুটি টাকার জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং এর পরের অবশিষ্ট ঋণের টাকা বাবদ ১/১০% হারে অতিরিক্ত শুল্ক।
ঘ) বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি ৪৮ (এ) ৫০০/- টাকা।
ঙ) সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি ৪৮ (বি) ১,০০০/- টাকা।
চ) অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (ঋণ গ্রহণের বিপরীতে তফসিলী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে প্রদত্ত ৪৮ (সি) ১,০০০/- টাকা।
ছ) অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণ মূল্য ব্যতীত) ৪৮ (ডি) ১,০০০/- টাকা।
জ) অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণ মূল্যের বিনিময়ে প্রদত্ত) ৪৮ (ডি) গণমূল্যের ৩% যা ৬,০০০/- টাকার নিম্নে এবং ৬০,০০০/- টাকার উর্দ্ধে নয়।
ঝ) ট্রাস্ট দলিল ৩.৫০ টাকা।
ঞ) দলিলের নকল ৫০/- টাকা।
অতিরিক্ত ফি:
১। কমিশন ফিস ৩০০/-
ক) অফিসারের প্রতি কিঃ মিঃ ভ্রমণ ভাতা ১/- টাকা পিয়নের ভ্রমণ ভাতা ০.৪০ টাকা।
২) বিক্রয় চুক্তির ক্ষেত্রে ফিস
ক) অনুর্ধ ৫ লক্ষ টাকা = ৫০০/-
খ) ৫ লক্ষ টাকা উর্ধে কিন্তু অনুর্ধ ৫০ লক্ষ টাকা = ১,০০০/-
গ) ৫০ লক্ষ টাকা উর্ধে = ২,০০০/-
৩। হেবা ঘোষনা সম্পত্তির মূল্য নির্বিশেষে ২০০/- টাকা।
৪। বন্টন নামা-
ক) অনুর্ধ ৩ লক্ষ টাকা = ৫০০/-
খ) ৩ লক্ষ টাকার উর্ধে ১০ লক্ষ টাকা = ৭০০/-
গ) ১০ লক্ষ টাকার উর্ধে ৩০ লক্ষ টাকা = ১,২০০/-
ঘ) ৩০ লক্ষ টাকা উর্ধে অনুর্ধ ৫০ লক্ষ = ১,৮০০/-
ঙ) ৫০ লক্ষ টাকা উর্ধে = ২,৫০০/-
৫। ট্রাষ্ট:
ক) ৫ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন = ১০০/- টাকা।
খ) ৫,০০০/- টাকা (নির্ধারিত)
৬। উইল দলিল রেজিস্ট্রী = ২০০/- টাকা।
৭। হস্তান্তার নোটিশের দরখাস্তে ১০/- টাকা কোর্ট ফি।
১) অমমোক্তার ফিস ১০০/- টাকা।
২) নকল বালামে ২ পৃষ্ঠার অতিরিক্ত হইলে প্রতি পৃষ্ঠার জন্য ‘এন’ফিস ২৫/- টাকা।
৩) কোন দলিল সমাপ্ত হওয়ার পর পর ১ মসের পর প্রতি মাস বা অংশের জন্য ৩% হারে সর্বোচ্চ
৫০/- টাকা।
৪) হলফনমার প্রদেয় ফি ‘ই’ফিস ১০০/- টাকা।
করাদীর হার:
১। স্থানীয় সরকার কর:
জেলা পরিষদ কর ১%
ইউনিয়ন পরিষদ কর ১%
পৌরসভা কর ২%
উপজেলা পরিষদ ১%
উৎস কর অকৃষি জমির উপর ১% হারে।